দেশের অবৈধ মোবাইল অচল হবে এমন প্রস্তাবনা আসার পর থেকে IMEI নম্বরের কথা কম বেশি সবাই শুনে থাকবেন। গত এপ্রিলের মধ্যে সেলুলার নেটওয়ার্ক থেকে আনরেজিস্ট্রার সকল মোবাইল সংযোগ বিছিন্ন করে দেওয়া হবে। শুধু দেশের এবং বাহির থেকে আসা BTRC -তে রেজিস্ট্রার হওয়া ফোনের সংযোগ অব্যহত থাকবে। এই পুরো ব্যাপারটা IMEI নম্বরের ওপর নির্ভর করে হবে। এই IMEI নম্বর এলো কীভাবে এবং এর কাজই বা কী? মোবাইল ডিভাইস মানুষের মাঝে প্রচলন ঘটার পর একটা প্রশ্ন আসলো, কীভাবে মোবাইল ব্যবহারকারীদের সনাক্ত করা যায়। সিম কার্ড আছে কিন্ত তা বের করে ফেলা যায়। পুলিশ ও বিভিন্ন দেশের সরকারী পর্যায়ের লোকজন এই ইস্যু সমাধানে উদ্দোগ নেন। এবং সিধান্ত নেওয়া হয়, যে ডিভাইস নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে তার নির্দিষ্ট নম্বর থাকবে এবং এই নম্বর দিয়ে ডিভাইসের সনাক্ত করা যাবে সিম কার্ড পরিবর্তন করার পরেও। IMEI নম্বর কী? IMEI এর পুর্ণরূপ হলো International Mobile Equipment Identity। এটি একটি ইউনিক নম্বর যা সনাক্ত করে GSM, WCDMA এবং iDEN (সহজে ২জি, ৩ জি, ৪জি ব্রান্ড) মোবাইলে আর স্যাটেলাইট ফোনও। বেশিরভাগ সময়ই একটি IMEI নম্বর থাকে, ডাবল সিমে দুটো। IMEI ব্য...
Collection of Bengali and English Composition Section (Essay, Formal/Informal Letters, Dialogue, Story, Paragraph etc) brought to you from wide range of sources.