Arekta Khet Gaan | আরেকটা খ্যাত গান | HIGHWAY Arekta Khet Gaan" is a single from their upcoming album "Train Poka". ভাল থেকো, যেভাবে তোমার ঠিক ভাল মনে হয়। আমি... অর্ধেক পড়ে শেষ করা বইয়ের মত, পরে থাকব, বুকশেলফের কোণায়। যদি লিখতে যাই, মনের মত করে, সহজ বাংলায়, যদি লিখতে যাই, তবে তা হয়ে যায়... কোন ক্ষেত, গেওয়া গান । একটা ক্ষেত, গেওয়া গান । একটু, নাহয় বলি? ... বড় কষ্টে আছি। কষ্টের পরে নাকি সুখ? সুখ, সুখ নাকি সুখ? সেটা কোথায়?? রোগ ছড়িয়ে গেছে , সারা দেহে, রক্ত জমেগিয়ে করেছে আমার, অন্ধত্য বরণ। এই নিরাপদ শহরে, আমি আক্রান্ত তাই। সারাটা দিন পুড়েছি রোদে, একটি নীরব শীতল, ভাল লাগা - সন্ধার, অপেক্ষ্যায়। সারাটা রাত ভিজেছি ক্রোধে, একটি নীরব সবুজ, ভুলে থাকা- কুয়াশার অপেক্ষায়। আজ হঠাৎ , সে সন্ধ্যা এলোনা, সারাটা রাত, কিছু মেলানো গেলো না, হঠাৎ তা আগুন ধড়িয়ে দিল চিত্তে। সারাটা দিন, যা ভাবাতে পারেনি, কোন কিছুই, পোড়াতে পারেনি, হঠাৎ , তা আগুন ধড়িয়ে দিল রক্তে। লোহিত কণারা, বন্দী মোহের জালে, প্রকৃতি করেছে, নিষিদ্ধ আমার মুক্তি।
Collection of Bengali and English Composition Section (Essay, Formal/Informal Letters, Dialogue, Story, Paragraph etc) brought to you from wide range of sources.