বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদনপত্র - OddsBangla
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে তোমার কলেজের প্রধানের নিকট একটি আবেদনপত্র লেখ। (তারিখ, শিক্ষা প্রতিষ্ঠান ও ঠিকানা নিজের মতো করে লিখবে) ১৭. ০৫. ২০__ অধ্যক্ষ, ________ কলেজ ___, ____। বিষয়: বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের ২০__ সালের এইচএসসি পরীক্ষার্থী। এ কলেজে পড়ালেখার শুরু থেকেই দেখে আসছি। সমাজের, রাষ্ট্রের বা বিপন্ন মানুষের সাহায্যের প্রয়োজন হলেই আপনার কলেজের ছাত্র-শিক্ষক সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে সংঘটিত বন্যায় বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ, ঘরবাড়ি, ফসলের মাঠ, অস্থাবর। সম্পদ। বন্যাকবলিত লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। আকাশের নিচে উঁচু রাস্তায় দিনাতিপাত করছে অনেকে। থানা সদরে রাস্তায় ও হেলিপাের্টে স্থান সংকুলান হচ্ছে না। তবুও কোনো রকমে বাঁচার সংগ্রাম করছে প্রকৃতির সাথে। শিবিরে শিবিরে খাদ্য সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় আপনার কলেজের সাহায্যের হাত...